সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দীর ইফতার ও দোয়া মাহফিল

তৌহিদ চৌধুরী প্রদীপ : বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও সমৃদ্ধি কামনা করে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান।
সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন পাঠানের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুলেমান আফিন্দী জাফরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য মোহাম্মদ আলী, এমদাদুল হক আফিন্দী, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক হিরন, মঈনুল হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান প্রমূখ।
বক্তারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন, হামিদুল হক আফিন্দী লিটন ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির দলীয় কর্মকাণ্ডের সক্রিয় ভুমিকা রাখছে। সুনামগঞ্জ -১ আসনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। বিএনপি যাকে ধানের শীষ দেবে আমরা তার জন্য কাজ করবো। এলাকার উন্নয়নে সামাজিক ভাবে তিনি কাজ করে যাচ্ছেন। হামিদুল হক আফিন্দী লিটন ভার্চ্যুয়াল বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি আ-জীবন শহীদ জিয়ার সৈনিক, আপোহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাবো। আমি সুনামগঞ্জ-১ আসেন ধানের শীষের প্রার্থী হতে চাই। এই স্বপ্ন নিয়েই দলের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে প্রার্থী দিলে কেউ বিজয় ছিনিয়ে নিতে পাড়বেনা।
ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিঠির সদস্য গোলাম রব্বানী আফিন্দী , বিএনপি জালাল উদ্দিন ফারুকী, সংগ্রাম মিয়া, কাজী শহীদ মিয়া, আবু সায়েম,দুলদুল, সাইফুজ্জামান উকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকি, উপজেলা যুবদলের নেতা শহিদুল ইসলাম, সদস্য জুয়েল গণী,সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রুবেল আহমদ, রুহুল আমীন আফিন্দী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।