নাসিরনগর উপজেলা বিএনপি‘র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আকতার হোসেন ভূইয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিসহ সেখানকার মুসলমানদের প্রতি সমবেদনা জানানো হয় এবং মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির নেতা সৈয়দ সোহেল আবদাল। পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কে এম খালেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আলী আজম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান,মো: আব্দুল কাদের,নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী মো: তারেক মিয়া,সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান মো: জামাল মিয়া,সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মায়া আলম,সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,প্রচার সম্পাদক আজগর আলী,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল আলম ভূইয়া,সৈয়দ আবু সারোয়ার,উপজেলা যুবদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) জামাল আহমেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার,সাবেক ছাত্রদলের সভাপতি ইয়াছিন পাঠান,সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন,সাবেক সদস্য সচিব পনি চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,ছাত্রদল নেতা শরিফুল ইসলাম ভূইয়া,ইয়াসিন মাহমুদ,খাইরুল ইসলাম রনি। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন,আগামীতে আম জনতার ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের সামনে তুলে ধরে সাধারণ ভোটারদের মন জয় করতে হবে। জনগণই যেহেতু সকল ক্ষমতার উৎস ,তাই জনগণের দ্বারে দ্বারে যাওয়া এখন নেতা-কর্মীদের প্রধান কাজ। সঠিক নেতৃত্ব বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।