ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে শোভা যাত্রা ও লিফলেট বিতরণ

মোঃ তাজিদুল ইসলাম : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা শাখার উদ্যোগে শোভা যাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে ৭ দিনের কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জে প্রথম দিন শোভা যাত্রা ও লিফলেট বিতরণী শেষে স্থানীয় কলেজ গেটে এসে পথসভায় মিলিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ মো. মহি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এইচ খালেদ, শিক্ষানুরাগী আবদুল আউয়াল, শিক্ষক নেতা রেজ্জাদ আহমদ।
এসময় ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মো. নুর উদ্দিন,মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও নোমান আহমদ ফারুক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনু, সাংবাদিক এআর ছায়েম প্রমুখ।