শ্রীমঙ্গল পৌরসভার উদ্যাগে অবৈধ পরিছন্নতা অভিযান

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা ননির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শহরে স্টেশন রোড, কলেজ রোড, ভানুগাছ রোডসহ শহরের বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্হাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। একইসাথে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
তিনি বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের কিছু ব্যবসায়ী আছে তারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। এছাড়া বারবার অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার পরও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় ব্যবসার পসরা সাজিয়ে শহরের ফুটপাত দখল করে। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে এই শহরকে আমরা সুন্দর ও যানজট মুক্ত রাখতে চাই।
তিনি আরো বলেন শহর সুন্দর রাখতে কেউ যেন যত্রতত্র ময়লা না পৌরসভা দেয়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এবং পৌর শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।