বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ড.এনামুল হকের মতবিনিময়

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরীর আমন্ত্রণে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুর ২টায় উপজেলার এক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ছবুরের সভাপতিত্বে ও সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী।
মতবিনিময় সভায় ড.এনামুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশকে ঠিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ, এই নেত্রী জেল-জুলুম এমনকি মৃত্যু পর্যন্ত বেছে নিয়েছেন দেশের মানুষের জন্য, তিনি দেশ থেকে এক পা ও আগান নি।'
তিনি আরও বলেন, 'আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই দলের একজন কর্মী হতে পেরেছি। এবার আপনাদের সেবা করার জন্য এসেছি। আপনারা আমাকে গ্রহণ করবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমি প্রত্যেকটি ইউনিয়নে কাজ করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।'
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল ফাত্তাহ, সিলেট জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী হাসান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলাল, বিএনপি নেতা কামরুজ্জামান, কামিল আহমদ, লিয়াকত আলী, সেলিম আহমদ, মশিকুর রহমান প্রমুখ।
এদিন তিনি উপজেলার একাধিক ইউনিয়নে বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন।