অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমন এড়ানোর পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিস

করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সকল ব্রিটিশ নাগরিকদের অপ্রয়োজনীয় বৈদেশিক ভ্রমণ এড়ানো উচিত বলে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ অফিস। প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার কথা থাকলেও তা বাড়ানো হতে পারে বলে হাউস অফ কমন্সকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব। এদিকে এফসিও প্রথমবারের মতো বিদেশ ভ্রমণ করার বিরুদ্ধে পরামর্শ এমন পরামর্শ দিল।

এছারাও এ ভাইরাসের কারনে ইতিমধ্যে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টকে পিছিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ক্যানটারবেরি ও ইয়র্কের আর্চবিশপ বলেছে, ইংল্যান্ডের সমস্ত চার্চগুলো তাদের পরিষেবা এবং জনসাধারণের উপাসনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা প্রয়োজন। যদিও বিবাহ এবং শেষকৃত্য -অনুষ্ঠান এখনও চালিয়ে যাওয়া যেতে পারে বলে জানিয়েছেন একজন মুখপাত্র।
এর আগে গতকাল সোমবার ডাউনিং স্ট্রীটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন জনসাধারণকে ঘরের ভেতর অবস্থান করার আহ্বান জানিয়েছিলেন। তিনি দেশের জনগনকে, আগামী ৩০ দিন সরাসরি সামাজিক যোগাযোগ এড়িয়ে চলতে নির্দেশ দেন। এ সময়ে ঘরে বসেই কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সব অপ্রয়োজনীয় কাজ বন্ধ রাখতে। এড়িয়ে চলতে বলেছেন অপ্রয়োজনীয় ভ্রমণ।
সোমবার রাতে এমন পদক্ষেপকে ‘ড্রাকোনিয়ান’ বা কঠোর বলে স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, আমাদের জীবন রক্ষার জন্য এসকল পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে সরকারের এমন ঘোষনার পর লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের রাস্তা ঘাট অনেকটাই শূন্য হয়ে পড়েছে। শহরগুলো পরিনত হয়েছে এক ভুতুরে নগরীতে।