টিউবে ভ্রমন বন্ধ করুন অন্যথায় আরও বেশী লোক মারা যাবে: লন্ডন মেয়র সাদিক খান

গতকাল সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনে কড়া নিষেধাজ্ঞা জারি করলেও আজ মঙ্ঘলবার সকালেই লন্ডনের আন্ডার গ্রাউন্ডগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভীড়। যুক্তরাজ্যের বেশ কিছু মূল ধারার গনমাধ্যমে দেখা যায় যাত্রীরা নিজের মত কোন দুরুত্ব বজায় না রেখেই যে যার মত ভ্রমন করছেণ। এমন পরিস্থিতিতে লন্ডনের আন্ডারগ্রাউন্ড যাত্রীদের সতর্ক করা হয়েছে যে,যদি তারা ট্রেনে নিরাপদ দুরুত্ব বজায় না তাহলে করোনা ভাইরাসের কারনে আরও বেশি লোক মারা যাবে। লন্ডনের মেয়র সাদিক খান সকালে বাস ও টিউবে এমন ভীড় দেখার পরেই এই সতর্কতা জারি করেন।
মিস্টর খান জোর দিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা গুলো কেবলমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য খোলা রাখা হয়েছে। এদিকে জনসমাগম বন্ধে পুলিশ অফিসারদের মোতায়েন করার জন্য আহ্বান জানিয়েছে একটি পরিবহন ইউনিয়ন। এখন পর্যন্ত কোভিড -১৯ এ লন্ডনে ১৩০ জনেরও বেশি মানুষ মারা গেছে যা পুরো যুক্তরাজ্যর মৃতের সংখ্যার এক তৃতীয়াংশ।
অপরদিকে যুক্তরাজ্যর হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতে সেনাসদস্য পাঠানো হয়েছে। যেসব হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি আছে সেখানে স্বাস্থ্যকর্মীদেরকে মাস্কসহ অন্যান্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করবে সেনা সদস্যরা। একইসঙ্গে মানুষজনকে ঘরে থাকা এবং সতর্কতামূলক নির্দেশনাগুলো মেনে চলতে বলা হয়েছে। অন্যথায় সরকার করোনাভাইরাস রোধে আরো কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। শেষ খবর পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মারা গেছে ৪২২ জন।