যুক্তরাজ্যে আজ ৪০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত,মোট সংখ্যা ১,৯৫০

বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করা করোনা ভাইরাস য্ক্তুরাজ্যেও দিনের পর দিন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এনএইচএস ইংল্যান্ডের দেয়া তথ্য মতে, যুক্তরাজ্যে আজ মঙ্গলবার নতুন করে আরও ৪০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫০ জন এবং মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫৬ জন।
মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৫০ হাজার ৪৪২ জনকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছিল এবং ৪৮ হাজার ৪৯২ জনের ফলাফল নেতিবাচক পরীক্ষিত হয়েছিল। সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা নানা ব্যবস্থা গ্রহণের পর সর্বশেষ পরিসংখ্যানগুলো সামনে এল।