যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যুবরণ করেছেন ১,৮২০ জন , আক্রান্ত ৩৮,৯০৫ জন
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আজ রেকর্ড সংখ্যক মানুষ প্রান হারিয়েছেন। করোনা মহামারি শুরু পর থেকে আজ ২০ জানুয়ারী বুধবার সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১ হাজার ৮২০ জন। গতকাল ছিলো দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১০ জন। এর আগে গত ১৩ জানুয়ারী ১ হাজার ৫৬৪ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ২৯০ জনে। এই পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯০৫ জন। গতকাল ছিলো ৩৩ হাজার ৩৫৫ জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ৫৩৫ জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৫ হাজার ৭৫৪ জন।এছাড়া গত সাত দিনে করোনায় আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৫৪৩ জন।