যুক্তরাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

যুক্তরাজ্যে আজ শনিবার নতুন করে আরও ১ হাজার ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এর ফলে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল। এছারাও নতুন করে আজ শনিবার মৃত্যুবরন করেছে ৫৬ জন এবং সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জনে।
পাশাপাশি দেশটির ২০ জন রোগীর অবস্থা আশংকাজনক এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৫ জন। অপরদিকে সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৯৪ হাজারেরও বেশী ও মৃত্যুবরন করেছে ১২ হাজার ৯শ‘র ও বেশী।
এর আগে আজ শনিবার ডাউনিং স্ট্রীটে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যর খাদ্য ও পরিবেশ মন্ত্রী জর্জ ইউসটিস বলেন, ব্রিটেনের প্রচুর খাবার মজুদ রয়েছে এবং তা এখনই শেষ হবে না। সুতরাং সকল আতঙ্কিত ক্রেতাদের উচিত 'শান্ত হওয়া । অন্যথায় কারো কাছে প্রচুর খাবার মজুদ থাকবে আর কেউ হয়তো খাবারই পাবে না ।
অপরদিকে এনএইচ ইংল্যান্ডের ন্যাশনাল মেডিকেল ডিরেক্টর,স্টিপেন পয়িস বলেছেন ,এই কঠিন সময়ে আমরা যারা অতিরিক্ত পন্য মজুদ করে জনসাধরনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছি আমাদের সকলের লজ্জা হওয়া উচিত । কারন, এনএইচএস কর্মী ও সোসাল ওর্য়াকারদের মত কর্মীরা যারা এই কঠিন সময়ে যার কাজ করছেন তারাই এই প্যানিক বায়িংয়ের কারনে দোকানগুলোতে খাবার কিনতে পারছেন না ।
এছারাও করোনা মোকাবেলায় বেসরকারি একটি চক্তির মাধ্যমে নতুন করে প্রায় ২০ হাজার কর্মী এনএইচএসে যোগ দিচ্ছে এবং এই চুক্তির আওতায় আরো ৮ হাজারেরও বেশি হসপিতাল বেড সংযুক্ত করা হচ্ছে ।