যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন ভঙ্গ করলে পদত্যাগের ঘোষনা জাস্টিস সেক্রেটারি রবার্ট বাকল্যান্ডের

যুক্তরাজ্য বেক্সিট চুক্তির কিছু অংশ অগ্রাহ্য করার যে পরিকল্পনা করছে তার কঠোর সমালোচনা করে আসছে ইইউ এবং এর বিরুদ্বে আইনী পদক্ষেপ গ্রহনের হুমকি দিয়ে রেখেছে সংস্থাটি।
এর মধ্যেই যুক্তরাজ্যের জাস্টিস সেক্রেটারি রবার্ট বাকল্যান্ড,বেক্সিট চুক্তির শর্ত ভাঙ্গার দেশটির পরিকল্পনার ব্যাপারে সমর্থন জানিয়ে বলেছেন, জরুরী ব্রেক্সিট "বীমা পলিসি" এর অংশ হিসেবে এটি করা হচ্ছে। তবে তিনি বলেন, যুক্তরাজ্য যদি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এবং যদি মনে এটি অগ্রনযোগ্য তাহলে আমি পদত্যাগ করব।
এদিকে লেবার পার্টি ঘোষনা দিয়েছে তারা সরকার প্রস্তাবিত অভ্যন্তরীন বাজার বিলে সমর্থন করবে না। অন্যদিকে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘লজ্জাজনকভাবে’ ব্রেক্সিট উইড্রয়াল এগ্রিমেন্টের কিছু অংশকে অগ্রাহ্য করছেন বলে অভিযোগ করেছেন সাবেক দুই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও স্যার জন মেজর। তারা পার্লামেন্টে জনসনের এই উদ্যোগকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন এমপিদের প্রতি।
প্রধানমন্ত্রী জনসন জানিয়েছেন, আইরিশ সাগরে কাস্টমস বর্ডার আরোপ করার হুমকি দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর ফলে বৃটেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হবে উত্তর আয়ারল্যান্ড। ফলে বৃটিশ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন টনি ব্লেয়ার ও স্যার জন মেজর।
সোমবারই বৃটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে বিতর্কে তোলার কথা ইন্টারনাল মার্কেট বিল। যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে প্রত্যাহার চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই বিলটি তার বিরুদ্ধে যাবে।