ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
মোহাম্মদ সেলিম : সরকারি সফরে অস্ট্রিয়ার ভিয়েনা সফররত মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. হাছান মাহ্মুদ, এমপি আজ রবি বার রবিবার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন ও তাঁতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব আসাদ আলম সিয়াম ও দূতাবাসের কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশিদের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাস্কর্য উন্মোচন শেষে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী দূতাবাস প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন ও বঙ্গবন্ধু কর্নার সহ দূতাবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। উল্লেখ্য, ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পত্তি।
মাননীয় পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাঁদের অবদানের কথা তুলে ধরে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতির পাশাপাশি তাদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, জাতির পিতার স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ে তুলতে দেশে ও বিদেশে অবস্থিত সকল বাংলাদেশিকে একযোগে একসাথে কাজ করতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন তাঁর যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্য কল্যাণ ও উন্নয়ন নিয়ে এসেছে। তাঁর হাত শক্তিশালী করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার সকলকে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন এবং এ সকল উদ্যোগে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। তিনি প্রবাসীদের জন্য বর্তমান সরকারের নেয়া এ সকল উদ্যোগের কথা তুলে ধরে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আহ্বান জানান। তিনি দূতাবাসে জাতির পিতার ভাস্কর্য উন্মোচনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন বঙ্গবন্ধু শুধু বাঙালির বঙ্গবন্ধু নন, বিশ্ব মানবতার প্রতীক, মুক্তিকামী-স্বাধীনতাকামী-নিপীড়িত-নির্যাতিত মানুষের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এক অবিনাশী আলোকবর্তিকা বিশ্ববন্ধু শেখ মুজিব।
বক্তব্য শেষে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী উপস্থিত বাংলাদেশিদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন সরকারি সফরে অস্ট্রিয়ার ভিয়েনা সফররত মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব ড. হাছান মাহ্মুদ, এমপি আজ রবি বার রবিবার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেন ও তাঁতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব আসাদ আলম সিয়াম ও দূতাবাসের কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশিদের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাস্কর্য উন্মোচন শেষে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী দূতাবাস প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন ও বঙ্গবন্ধু কর্নার সহ দূতাবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
উল্লেখ্য, ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পত্তি। মাননীয় পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় তাঁদের অবদানের কথা তুলে ধরে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, জাতীয় উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতির পাশাপাশি তাদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন যে, জাতির পিতার স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়ে তুলতে দেশে ও বিদেশে অবস্থিত সকল বাংলাদেশিকে একযোগে একসাথে কাজ করতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন তাঁর যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্য কল্যাণ ও উন্নয়ন নিয়ে এসেছে। তাঁর হাত শক্তিশালী করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার সকলকে শামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরেন এবং এ সকল উদ্যোগে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। তিনি প্রবাসীদের জন্য বর্তমান সরকারের নেয়া এ সকল উদ্যোগের কথা তুলে ধরে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আহ্বান জানান। তিনি দূতাবাসে জাতির পিতার ভাস্কর্য উন্মোচনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন বঙ্গবন্ধু শুধু বাঙালির বঙ্গবন্ধু নন, বিশ্ব মানবতার প্রতীক, মুক্তিকামী-স্বাধীনতাকামী-নিপীড়িত-নির্যাতিত মানুষের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এক অবিনাশী আলোকবর্তিকা বিশ্ববন্ধু শেখ মুজিব। বক্তব্য শেষে মাননীয় পররাষ্ট্র মন্ত্রী উপস্থিত বাংলাদেশিদের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।