অস্ট্রিয়ায় বাধ্যতামূলক কোভিড টিকার বিরুদ্ধে কয়েক হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে বাধ্যতামূলক কোভিড ভ্যাকসিন এবং গৃহবন্দী আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যারা এখনও টিকা পাননি। সূত্র: দি গার্ডিয়ান
পুলিশ জানিয়েছে যে শনিবার আনুমানিক ৪৪,০০০ জন লোক বিক্ষোভে অংশ নিয়েছিল, অস্ট্রিয়া প্রথম ইইউ দেশ যা কোভিড টিকা নেয়া বাধ্যতামূলক করবে বলে এবং এর পরিপ্রেক্ষিতে বিক্ষোভ শুরু হয়। গত মাস থেকে শুরু হওয়া আংশিক বন্দিত্ব রবিবার টিকা নেওয়ার মাধ্যমে শেষ হয়, তবে যারা প্রয়োজনীয় ডোজ পাননি তাদের বাড়িতে থাকতে হবে।
সাস্থ্যগত কোনো সমস্যা ছাড়া ১৪ বছরের বেশি বয়সী সকলের জন্য ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন বাধ্যতামূলক হবে। সরকার বলেছে কাউকে জোর করে টিকা দেওয়া হবে না, তবে যারা টিকা প্রত্যাখ্যান করবে তাদের প্রাথমিক জরিমানা ৬০০ ইউরো (£৫১০) দিতে হবে, যা নিষ্পত্তি না হলে ৩৬০০ ইউরোতে বাড়তে পারে।