সফলভাবে সম্পন্ন হয়েছে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সিরিমনি ইউরোপ ২০২৫

প্যারিসে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এনটিভি ইউরোপের ল্যান্ডমার্ক ইভেন্ট ‘বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সিরিমনি ইউরোপ ২০২৫’। গত রবিবার ফ্রান্সের ববিনি এলাকার অভিজাত ভেন্যু Factory 58-এ আয়োজিত হয় এই বর্ণিল অনুষ্ঠান।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০০ বিশিষ্ট অতিথি এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে ইউরোপের প্রায় ১০টি দেশের সফল ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব ও পেশাজীবীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা (রিকগনিশন) প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, ইউরোপের মাটিতে এরকম আয়োজনে তারা আগে কখনো অংশগ্রহণ করেননি। ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশি সফল ব্যক্তিদের সম্মাননা জানাতে এনটিভির এই উদ্যোগকে তারা অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানের শুরুতেই হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। এরপর স্বাগত বক্তব্য দেন ‘বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি’ ধারণার প্রবর্তক এবং এনটিভি ইউরোপের সম্মানিত সিইও সাবরিনা হোসাইন এবং এনটিভির ডিরেক্টর মোস্তফা সারওয়ার। তারা অতিথি ও স্পন্সরদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
-
ববিনি সিটির মেয়র আবদেল সাদি
-
যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি স্কটিশ এমপি ফয়সল চৌধুরী এমবিই
-
কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ
-
বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই
-
বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম এমবিই
-
ই.বি.এফ.সি.আই এর প্রেসিডেন্ট ওয়ালী তাসাউর উদ্দিন এমবিই
-
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিব চৌধুরী

তারা বলেন, এনটিভির এই সম্মাননা অনুষ্ঠান শুধু একটি ইভেন্ট নয়, বরং এটি প্রবাসী সমাজে উৎসাহ, সম্মান ও অনুপ্রেরণা সৃষ্টির একটি চমৎকার উদ্যোগ। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
হোস্ট কান্ট্রি ফ্রান্সের পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও আয়োজকদের অন্যতম পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ এবং সাত্তার আলী সুমন।
পরে শুরু হয় বহু প্রতীক্ষিত রিকগনিশন পর্ব, যেখানে মোট ১৭টি ক্যাটাগরিতে ৩২ জনকে সম্মাননা প্রদান করা হয়। কঠোর পরিশ্রম ও অবদানের স্বীকৃতি পেয়ে প্রত্যেক বিজয়ীর চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস।

সম্মাননার মধ্যে ছিল—
১. Visionary Leadership (Garments & Textile)
🔹 সিআইপি শেখ আল আমিন
২. Distinguished Surgeon
🔹 ডা. মোঃ খলিলুল কাইউম
৩. Young Entrepreneur of the Year (Education & Training)
🔹 হোসেন সালাম রহমান
৪. Young Entrepreneur of the Year (Travel & Tourism)
🔹 তানজিম হায়দার
৫. Young Entrepreneur of the Year (Restaurant & Catering)
🔹 মোঃ সাইদুর রহমান
৬. Women Entrepreneur of the Year (Restaurant & Catering)
🔹 সালমা ইসহাক বেগম
৭. Outstanding Community Champion (Community Service)
🔹 আব্দুল জলিল
৮. Rising Star in Childcare (United Kingdom)
🔹 মিসেস সুগানা বেগম
৯. Excellence in Hotel & Hospitality (Italy)
🔹 মোঃ জাহাঙ্গীর আলম
১০. Excellence in Hotel & Hospitality (United Kingdom)
🔹 মোঃ আকরাম হোসেন
১১. Excellence in Property & Real Estate
🔹 মির্জা মজহারুল ইসলাম
১২. Excellence in Agriculture Industry
🔹 মোঃ আরিফ হোসেন রেগান
১৩. Excellence in Asian Fusion Cuisine
🔹 কাঠমান্ডু প্যালেস
১৪. Excellence in Arabian & Turkish Cuisine
🔹 মোহাম্মদ দেলোয়ার অপু
১৫. Inspirational Women Icon (Beauty & Fashion Industry)
🔹 আফরোজা আক্তার ডেইজি
১৬. Entrepreneur of the Year (Cosmetics & Chemicals)
🔹 মনোয়ার হোসেন মনু
১৭. Entrepreneur of the Year (Travel Agent & Money Transfer)
🔹 মোহাম্মদ জহিরুল আলম
১৮. Entrepreneur of the Year (Restaurant & Catering)
🔹 মিজানুর রহমান সরকার
১৯. Organizer & Entrepreneur of the Year (Restaurant & Catering)
🔹 মাশুদুর রহমান তুহিন
২০. Visionary Entrepreneur (Building & Construction)
🔹 ফয়সল আলম
২১. Pioneer of Excellence (Social & Child Care)
🔹 মিসেস ফায়ারেসি সিনক্লেয়ার
২২. Inspirational Singer of the Year (Male)
🔹 রাজা কাশেফ
২৩. Inspirational Singer of the Year (Female)
🔹 রুবাইয়াত জাহান
২৪. Special Contribution (Business Friends of NTV Europe)
🔹 এমদাদুল হক শাপন
২৫. Excellence in Diplomacy & Trade
🔹 স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স
২৬. Dynamic Entrepreneur (United Kingdom)
🔹 এম এ মতিন
২৭. Dynamic Entrepreneur in Europe
🔹 সেলিম রেজা
২৮. Rising Star in Europe (International Cuisine & Innovation)
🔹 দেলোয়ার মজুমদার
২৯. Elite Business Couple of the Year (Europe)
🔹 নুরের জামান ভূঁইয়া
৩০. Elite Business Couple of the Year (Europe)
🔹 তাসলিমা আক্তার জামান
৩১. Outstanding Construction Leader (United Kingdom)
🔹 হাফিজ সেলিম আহমেদ
৩২. Summit of Success (Business & Community Service)
🔹 সাত্তার আলী সুমন
৩৩. Lifetime Achievement (Business & Community)
🔹 কাজী এনায়েত উল্লাহ

আয়োজনটি পুরো ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক নতুন উদ্দীপনা তৈরি করেছে। এনটিভির এই সম্মাননা অনুষ্ঠান শুধু একটি পুরস্কার প্রদানের ইভেন্ট নয়, বরং এটি ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি নেতাদের মধ্যে সম্প্রীতি, গর্ব ও প্রেরণার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।