ইউরোপের সফল ব্যবসায়ীদের সম্মননা জানাবে এনটিভি ইউরোপ
যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের বিশ্বদরবারে তুলে ধরতে ও তাদের কাজের স্বীকৃতি দিতে ২০১৬ সালে এনটিভি ইউরোপ প্রথম বারের মত আয়োজন করেছিলো বিজনসে ফ্রেন্ড্রস এনটিভি রিকগনিশণ সিরিমনি।
জমকালো সে আয়োজনে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা সফল ব্যবাসায়ীদের কাজের স্বীকৃতি দেয় এনটিভি। একই চাদের নিচে সেদিন জড়ে হয়েছিলো রেস্টুরেন্ট ব্যবসায়ী,আবাসন ব্যবসায়ী,ডাক্তার, ব্যারিস্টার,ইঞ্জিনিয়ার,বিজনেস টাইকুন, এমপি,মন্ত্রী সহ নানা শ্রেনী পেশার মানুষ।
নিখুত যাচাই বাছাই এবং বিভিন্ন ধাপ পেড়িয়ে হাজারো মানুষের সামনে সেদিন তুলে ধরা হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা সেসকল মানুষগুলোর সফলতার গল্প। কাজের স্বীকৃতি হিসেবে এমন সম্মনানা পেয়ে সেদিন সকল উদ্যেক্তা ও ব্যবাসায়ীদের চোখে মুখে ছিলো আনন্দ ও উচ্ছাসের হাসি। এভাবেই আরও দু বছর ব্যবসায়ীদের সম্মনানা জানায় এনটিভি।
তবে যুক্তরাজ্যের গন্ডি পেড়িয়ে এবার বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভির পথচলা ইউরোপের মাটিতে। ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশীদের সফলতা ও বীরত্বগাথা বিশ্বদরবারে তুলে ধরবে এনটিভি ইউরোপ। শিল্প,সাহিত্য ও সস্কৃতির শহর ফ্রান্সের প্যারিস শহরে আগামী ১৩ জুলাই অনুষ্টিত হতে যাচেছ এনটিভি ইউরোপের ল্যান্ডমার্ক এই ইভেন্ট।
যেখানে ফ্রান্স,ইতালি,স্পেন,পর্তূগাল,ফিনল্যান্ড,জার্মানী,বেলজিয়াম,আয়ারল্যান্ড,পোল্যান্ড,গ্রীস,সহ ইউরোপের ত্রিশটি দেশের ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে এ আয়োজন কে অংলকৃত করবেন।
১৩ জুলাই অনুষ্টিত বিজনসে ফ্রেন্ড্রস এনটিভির এ আয়োজন ইউরোপ আগত থেকে আগত ব্যবসায়ীদের এক মিলন মেলায় পরিনত। যেখানে বিভিন্ন সেক্টরের ব্যবাসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বদের সাথে থাকবে নেটওয়াকিং এর দারুন সুযোগ। সব মিলিয়ে একটি দারুন আয়োজনের অপেক্ষায় সকলেই।
উল্লেখ্য বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সিরিমনির প্রধান সমন্বয় হিসেবে কাজ করছেন সাংবাদিক ফারসু আহমদ চৌধুরী।