ঢাকা–চট্টগ্রাম–সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাউলাইক।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আজ সন্ধ্যা ৭টায় মিয়ানমারে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ৯৭ দশমিক ৭ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, দেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারের মাউলাইক।