নাসিরনগরে জামিয়া দাখিল মাদ্রাসার সালানা জলসা অনুষ্ঠিত

আকতার হোসেন ভুইয়া : বাগদাদী কাফেলা বাংলাদেশের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ১০ম বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বাদ আছর থেকে ভক্ত মুরিদানসহ কয়েক হাজার সুন্নী জনতার অংশগ্রহনে সারারাত ব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে সালানা জলসা আয়োজন করা হয়। জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা মুহাম্মদ হাবিবুর রহমান আল-ক্বাদেরীর...