নাসিরনগরে বিস্ফোরক মামলায় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাতে নাসিরনগর থানার পুলিশ ফুলপুর এলাকা থেকে আসাদুজ্জামান চৌধুরীকে গ্রেফতার করে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতার আসাদুজ্জামান চৌধুরী (৫০) ফুলপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।