নানা আয়োজনের মধ্যদিয়ে নাসিরনগরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আকতার হোসেন ভূইঁয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে জুলাই-আগস্ট, ২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ হাফেজ ইমরানের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।
এসময় সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মকবুল হোসেন,থানার অফিসার ইনর্চাজ আজহারুল ইসলাম,বিএনপি,জামায়াত,এনসিপি নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,শহীদ হাফেজ ইমরানের বাবাসহ স্বজন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শহীদ ইমরানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন। পরে শহীদ ইমরানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান,শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাসিরনগরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি এম হান্নানের নেতৃত্বে কলেজ গেইট থেকে বিজয় মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় শহীদ হাফেজ ইমরান চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে বিএনপিসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জুলাই-আগস্ট,২০২৪ গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ হাফেজ ইমরান চত্বরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ খালেদের সভাপতি এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইমরানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাজহারুল করীম।
অন্যদিকে এ উপলক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের নেতৃত্বে উপজেলা সদরে এক বিজয় মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন। এসময় দলীয় নেতৃবৃন্দসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জুলাই দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করেন।