নাসিরনগরে ইউপি সদস্য হিসেবে শপথ নিলেন সাড়ে তিন বছর আগে ঘোষিত ‘পরাজিত প্রার্থী’

আকতার হোসেন ভুইয়া : ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) দীর্ঘ সাড়ে তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ভলাকুট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ বাচ্চু মিয়া । আজ সোমবার ( ৭জুলাই) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।
জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২ নং ওয়ার্ডে তৈয়ব হোসেন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোহাম্মদ বাচ্চু মিয়া।পরে( বিজয়ী প্রার্থী তৈয়ব হোসেন ফেরারি আসামি এমন) তথ্য গোপনের অভিযোগ এনে তৈবর হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন পরাজিত প্রার্থী বাচ্চু মিয়া । দীর্ঘ আড়াই বছর পর তদন্ত শেষে ৩১ জুলাই ২০২৪ তারিখে আপীল মামলার নং- ১/২৪ এর নির্বাচনী ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত হন বাচ্চু মিয়া। উক্ত নির্বাচনী ট্রাইব্যুনালে আদেশ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ৮ জানুয়ারি ২০২৫ তারিখে- ১৭.০০.১২৯০.০৩৫.৪৬.৪২৪.২১-০৮ নং স্মারকে মোহাম্মদ তৈয়ব হোসেনের সদস্য পদ বাতিল পূর্বক মোহাম্মদ বাচ্চু মিয়াকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।পরে তৈয়ব হোসেন মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং-১১২১১৯/২০২৪ দায়ের করেন। উক্ত রীটের প্রেক্ষিতে আদালত ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে পরবর্তী ০৬ মাসের জন্য কমিশনের আদেশ স্থগিত করেন। উল্লেখিত স্থগিতাদেশের মেয়াদ অতিক্রান্ত হওয়ায় মোহাম্মদ বাচ্চু মিয়াকে সংশ্লিষ্ট পদে শপথ গ্রহণের আবেদন দাখিল করেন। রীট পিটিশনের স্থগিতাদেশ ও নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেট এবং সরকারি উকিল (জি.পি) এর কার্যালয়ের মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উক্ত ইউপি সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়াকে শপথ গ্রহণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।
শপথ গ্রহণ করে শপথ গ্রহণ করে বাচ্চু মিয়া বলেন, আদালতের রায়ে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় আমি খুশি। আমার ২ নং ওয়ার্ডের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ।