পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে নাসিরনগরে জশনে জুলুছ অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম)পালিত হয়েছে। আজ সোমবার(১৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার আয়োজনে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ (শোভাযাত্রা) উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান ও মাওলানা গোলাম মোহাম্মদ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে দাতঁমন্ডল গাউছিয়া নুরীয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম,সহ-সভাপতি ও ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ আবু বক্কর আহমেদ,সহ-সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা এখলাছুর রহমান,জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,নাসিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ,প্রভাষক মাওলানা আশরাফুল আজিজ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাওলানা নজরুল ইসলাম আজিজিসহ আলেম ওলামা ও পীর মাশায়েখগন বক্তব্য রাখেন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়াসহ আলেম ওলামা ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে উপজেলা বিভিন্ন ভবনে,মসজিদ,মাদ্রাসায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে মসজিদে বয়ার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।