আয়ারল্যান্ড এর থার্লাসে বাংলাদেশ কমিউনিটির নতুন কমিটি গঠন

আয়ারল্যান্ড: থার্লাস টেম্পলমোর বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং থার্লাসের রান্নাঘর রেষ্টুরেন্ট কর্তৃপক্ষের আয়োজনে
গত কাল ২৮ মে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সভায় কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং প্রবাসী বাংলাদেশীদের নিয়ে কমিউনিটির উন্নয়ন ও সেবা প্রদানে কাজকরার প্রত্যয় নিয়ে " থার্লাস টেম্পল মোর বাংলাদেশ কমিউনিটি " নামে নতুন একটি সংগঠন গঠন করা হয়েছে। প্রাথমিক ভাবে গোলাম নবী বাবুল কে সভাপতি,মোস্থফা চৌধুরী নিপন কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সেলিম আলম কে কোষাধ্যক্ষ করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, তাদের কে আগামী ৩ মাসের ভেতরে গঠনতন্ত্র প্রনয়ণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের মাধ্যমে পুর্নাংগ কমিটি গঠনের অনুরোধ জানানো হয়।
সভায় উপস্তিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রাফি উদ্দিন আহমদ, শোয়াইব উদ্দিন,আবু রায়হান মোহাম্মদ মিজান, ইফতেখার রেজা জয়নাল,মাসুম আহমেদ, আফসার হোসেন নিলু,এ কে হাসান, আমির হুসেইন, সলিম মিয়া, এমদাদুল হক, সাহিন আহমেদ , লিয়াকত আলী, সাদেক হুসেন,খায়ের সৈয়দ, মোজাহিদ মিয়া সহ অনেকে।
তারা মনে করেন এই কমিটি গঠন সময়ের দাবী ছিল এবং কমিউনিটি সেবায় তারা কাজ করে যাবেন।