পোর্তো বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ জহিরুল হক : পোর্তো-পর্তুগাল: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পর্তুগালে পোর্তোয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ জুন বাদ মাগরিব পোর্তোয় 'কালচারাল দো অ্যটেনিউ'র হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পোর্তো শাখা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাজমুল হাজারি।
জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের পর শুভেচ্ছা বক্তব্যে রাখেন, পোর্তো বিএনপির যুগ্ম আহ্বায়ক কাইয়ুম উদ্দিন লিটন।
পোর্তো বিএনপির আহবায়ক মামুন হাজারীর সভাপতিত্বে সদস্য সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় আরাফাত, সাইফুল ইসলাম ও কাইয়ুম উদ্দিন লিটনের যৌথ পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান, তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন । প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন।
"স্বাধীনতার মহান ঘোষক ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন- পোর্তো বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পোর্তো বিএনপি'র সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম।
বিএনপি'র ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন - গত ১৩ই মার্চ 'পর্তুগাল সেন্ট্রাল বিএনপি'র নতুন আহব্বায়ক কমিটি প্রসঙ্গে : আজকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবারো প্রমাণিত হলো, পোর্তো বিএনপি কতটা সুসংগঠিত এবং শক্তিশালী। আমরা যারা পর্তুতে ২৫ থেকে ৩০ বছর ধরে রাজনীতি করছি, এখানে স্থায়ীভাবে বসবাস করছি, ব্যবসা করছি, কর্মীদের সুসংগঠিত করছি, সেই আমাদের সাথে কোন আলোচনা না করেই তুলনামূলক জুনিয়র এবং হাইব্রিড নেতাকর্মীদের নিয়ে মনগড়া তালিকা তৈরি করে, 'পর্তুগাল সেন্ট্রাল বিএনপি'র আহবায়ক কমিটির নামে যে পকেট কমিটি আপনারা অনুমোদন করে এনেছেন, তা পোর্তো বিএনপির প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছিল এবং পরবর্তী সময়ে লিখিত আকারে কেন্দ্রীয় কমিটি বরাবর স্মারকলিপি তৈরি করা হয়। যা আজকে এই অনুষ্ঠানে সংবাদ কর্মী এবং মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে ।
পোর্তো বিএনপির একাংশ জুনিয়র যারা সিনিয়রদের সাথে বেয়াদবি ও অসংগঠনিক আচরণ করেছেন, তাদের প্রতি আহ্বান এখনও সময় আছে সিনিয়রদের কাছে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সাংগঠনিক শৃংখলায় ফিরে আসুন।
আমাদের বিশ্বাস, আজকে পোর্তো বিএনপি কতটা সুসংগঠিত এবং শক্তিশালী তা আজকে উপস্থিত সংবাদ কর্মী এবং সকল প্রকার মিডিয়ার মাধ্যমে আমাদের দলের হাই কমান্ডের কাছে পৌঁছাবেন এবং তাতেই আসল সত্যটা প্রকাশ পাবে এবং আপনাদের মুখোশ উন্মোচন হবে। তাই পোর্তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমে একটি সার্বজনীন কমিটি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন - মামুন হাজারী, মির্জা কামাল হারুন, সৈয়দ শরিফ নাজির, কাইয়ুম উদ্দিন লিটন, আজিজ আহমেদ, পিন্টু প্রধান, নুরুল, ইসলাম বাদশা, মাসুম রহমান, আরাফাত হোসাইন, সপন পটোয়ারী, মহিন উদ্দিন, হোসাইন রনি, সাইফুল ইসলাম, মনির আহমেদ মোল্লা, মোহাম্মদ ফখরুউদ্দিন আহমেদ, সাহেদ হায়দার, ইউসুফ খান অর্ক, আনোয়ার হোসাইন, রুম্মান রহমান, শওকত ইসলাম, আরিফ হোসাইনসহ আরো অনেকে।
বিশেষ অতিথির বক্তব্য দেন সৈয়দ শরীফ নাজির, এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ, শরিফুজ্জামান খোকন, পর্তুগাল সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুকিতুর রহমান সেলিম, বিএনপি নেতা আবদুর রহমান সাবু ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজম। অতিথি হিসেবে আগত রাজনৈতিক নেতৃবৃন্দরা 'পোর্তো বিএনপি'র যুক্তিযুক্ত সকল দাবির সাথে স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন পোর্তো বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দ সেন্ট্রাল কমিটিতে স্থান পাওয়া তাদের রাজনৈতিক অধিকার। নেতৃবৃন্দের অবস্থানকে ছোট করে দেখার কোন অবকাশ নেই।
উপস্থিত নেতাকর্মীরা জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ, অতিথিদের ফুল দিয়ে বরণ করা, অতিথি এবং কমিউনিটি ব্যক্তিত্বদের ক্রেস্ট প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানটিতে প্রাণবন্ত ও বাড়তি মাত্রা যোগ হয়।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও অতিথী আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইদ্রিস খান।