আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি পর্তো বিএনপির শ্রদ্ধা

মোঃ জহিরুল হক : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্তুগালের বন্দর নগরী পর্তোয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পোর্তো শাখা বিএনপি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে পোর্তো শাখা বিএনপি'র নেতৃত্বাধীন তাঁদের কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে আসেন এবং ঘড়ির কাঁটা ০০:০১ ছুঁতেই পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পোর্তো বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারী, সদস্য সচিব তাজুল ইসলাম, মির্জা কামাল হারুন, শরীফ নাজির, কাইয়ুম আহমেদ, পিন্টু প্রধান, মাসুমুর রহমান, সাইফুল ইসলাম, আরাফাত, রোমান, রিপন, মমিন, রনি হোসাইন, আবুল বাশার, স্বপন পাটোয়ারী, ফখরুল, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, ইউসুফ হোসেন (অর্ক), এবং জাতীয়তাবাদী দলের অনন্য নেতৃবৃন্দ
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ উদ্যোগে অনেক প্রবাসী ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।