পর্তুগিজ ভাষা শিক্ষা প্রতিষ্টান গ্রীনফিল্ডের শুভ উদ্ভোধন

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ফের সরিয়ে নিলেন ট্রাম্পআনন্দমুখর পরিবেশে পর্তুগালের রাজধানী লিসবনে যাত্রা শুরু করেছে পর্তুগীজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনফিল্ড একাডেমীর। গত সোমবার লিসবনের ওলাইসে প্রতিষ্টানটির নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপুর্ন এক অনুষ্টানের মধ্য দিয়ে প্রতিষ্টানটির শুভ উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন গ্রিনফিল্ড একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক রিফাত বিন আইয়ুব। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন।

আগত অতিথিরা বলেন,পর্তুগালে দিন দিন বাংলাদেশী মালিকানাধীণ ব্যবসা প্রতিষ্টান পাচ্ছে। যার অর্থ পর্তুগালের অর্থনীতিতেও ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশীরা। শুধু তাই নয়, গ্রীনফিল্ড একাডেমী বাঙালী মালিকানাধীণ প্রতিষ্টান হওয়ায় বাংলাদেশীদের জন্য সুযোগ তৈরি হলো কর্মসংস্থানেরও। এছাড়াও গ্রিনফিল্ড একাডেমী সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে এবং এটি কেবল সার্টিফিকেট প্রদানের উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে না।”
অন্যদিকে পর্তুগীজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনফিল্ড একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক রিফাত বিন আইয়ুব বলেন, পর্তুগালের রাজধানী লিসবন ও তার আশে পাশের শহরের প্রবাসী বাংলাদেশীরাও ভাষা শিক্ষার ক্ষেত্রে এর সুফল ভোগ করতে পারবে। এছাড়াও বর্তমানে গ্রীনফিল্ড একাডেমীতে প্রবাসীদের জন্য পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের জন্য আবশ্যক "পর্তুগিজ ভাষা শিক্ষা কোর্স" চালু রয়েছে এবং শীঘ্রই বিভিন্ন ধরণের কারিগরি শিক্ষা কোর্স চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। পর্তুগালের যেকোন শহর থেকে চাইলে যেকেউ আমাদের ভাষা শিক্ষা কোর্স গুলো করতে পারবে।

এছাড়াও গ্রীনফিল্ড একাডেমীর এডমিন অফিসার ইসরাত জাহান বলেন, প্রবাসী বাংলাদেশীদের কথা মাথায় রেখে আমাদের প্রতিষ্টানের ভাষা শিক্ষা ক্লাস গুলো শিক্ষার্থীরা অনলাইন এবং অফলাইন দু‘ভা্েবই অংশ নিতে পারবে। অনেকের কাজের ব্যষÍতার জন্য সরাসরি ক্লাসে আসতে না পারলেও তারা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলোতে অংশগ্রহন করতে পারবে। পর্তুগীজ জাতিয়তা আবেদনের জন্য যেহুতু পর্তুগীজ ভাষা সনদ খুব গুরুত্বপূর্ন সেক্ষেত্রে ভাষা শিক্ষা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করা খুব জরুরী।

এদিকে প্রতিষ্ঠানটির কর্ণধাররা আরও জানিয়েছে লিসবন বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা কায়েস আহমদ আব্দুল্লøাহর তত্ত্বাবধানে শিশুদের জন্য বিনামূল্যে আরবী শিক্ষার বিশেষ ব্যবস্থা করা হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, প্রবাসী সাংবাদিক তানভীর উল ইসলাম সিদ্দিকী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), ব্যবসায়ী ইকবাল চৌধুরী, মুস্তাফিজুর রহমান এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফিজ আল আসাদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
শেষে কেক কেটে গ্রীনফিল্ড একাডেমীর প্রতি শুভ কামনা জানান আগত অতিথিরা।
গ্রীনফিল্ড একাডেমীর ঠিকানা ও যোগাযোগের মাধ্যম হলো :
Av. Eng°. Arantes de Oliveira, 1 -R/C A, Lisbon, Portugal, phone +351 21 133 1195