স্পেনে বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ও হারুন মিয়ার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে |
স্পেনে বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ও হারুন মিয়ার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে | বায়তুল মুকাররম সহ আরো কয়েকটি মসজিদে প্রায় দেড় হাজার মানুষ এতে শরিক হন| প্রতি বছরের মতো এবারো এ আয়োজনে ছিলো স্বতঃস্ফূর্ত মুসল্লিদের অংশ গ্রহণ |মাহফিল শেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিক্রিয়া জানান ,ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি শাহ আলম ,সাধারণ সম্পাদক এস এম মাসুদ ,উপদেষ্টা সফরাজ বাবু,মাহবুবুর রহমান۔সিনিয়র সহসভাপতি রুবেল সামাদ, সহ সভাপতি নাফিজ আহমেদ ,যুগ্ম সম্পাদক আশরাফুল আলম , ,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর প্রমুখ|কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি
খোরশেদ আলম মজুমদা,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর প্রমুখ |ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন শেখ আলী |পরে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি খোরশেদ আলম মজুমদারের অনুরোধে মসজিদ সংস্কার উন্নয়নে পাঁচ হাজারের ঘোষণা দেন |