থার্লাসে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
থার্লাসের ইসলামিক কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে , গত ২রা এপ্রিল অনুষ্ঠিত মাহফিলে ডাক্তার আলতাইব ইলমোবারক পবিত্র কোরআন নাজিলের মাস রমজানের তাৎপর্য এবং বর্তমান বৈশ্বিক পরিস্তিতি তুলেধরেন।
থার্লাস ইসলামিক কমিউনিটি সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সংগঠনের সভাপতি গোলাম নবী বাবুল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কোষাধক্ষ সোয়াইব আহমদ,মোস্তফা চৌধুরী , জিতু আহমেদ,আব্দুল হামিদ, সহ কমিউনিটি ব্যক্তিবর্গের পাশাপাশি আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশী ছাড়া ও পাকিস্তান সিরিয়া মিশর এবং ইউক্রেনিয়ান মোসল্লীরা উপস্থিত ছিলেন। তারা মনে করেন একে অপরকে ইফতার করানো এবং ইফতার করার মধ্যে অশেষ সোয়াব রয়েছে যার একমাত্র সুযোগ পবিত্র রমজান মাস আর সে জন্য ই তাদের এই উদ্যোগ।
সেলিম আলম ; আয়ারল্যান্ড