বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স'র বার্ষিক মিলনমেলা সম্পন্ন

ফ্রান্স থেকে আবুল কালাম মামুন : প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের বরিশাল বিভাগীয় কমিউনিটি'র উদ্যোগে বার্ষিক মিলনমেলা সম্পন্ন হয়েছে।
গত ২০ জুলাই ( রোববার) প্যারিসের দূরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি সম্বলিত ঐতিহাসিক কুরসেস সমুদ্র সৈকতে এবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বরিশাল বিভাগীয় কমিউনিটির বাইরেও ফ্রান্সে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভাগীয় সংগঠনের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
সেদিন সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সেই বৃষ্টির মধ্যেই শুরু হয় বার্ষিক মিলনমেলায় অংশগ্রহণের জন্য সমুদ্র ভ্রমণের যাত্রা। দফায় দফায় বৃষ্টি হানা দিলেও আনন্দ উৎসবে কোন'ই ভাটা পড়েনি । বরং এই বৃষ্টিকেই আনন্দের উপলক্ষ্য বানিয়ে নেন উৎসবে অংশগ্রহণকারী বরিশালবাসিসহ অন্যরা।
যাত্রাপথের পুরো তিন ঘন্টাই গাড়িতে নাচ আর গানে মাতিয়ে রাখেন তারা। মধ্যাহ্নভোজের কিছু আগে বৃষ্টি আরেক দফা হানা দেয়। পরে বৃষ্টি কমে আসলে অত্যন্ত সুশৃংখলভাবে সবার মধ্যে দেশীয় খাবার বিতরণ করা হয়। খাবার শেষে যে যার মত ঘুরতে যান সমুদ্র সৈকতে। এ সময় অনেকেই প্রিয়জনের সাথে ছবি তুলেন। আর রোমান্টিক অনেক জুটি সেলফি বন্দি করে রাখেন নিজেদেরকে। শেষ বিকেলে ছিল নারী পুরুষদের আলাদা আলাদা মজার মজার খেলাধুলার আয়োজন। যার মধ্যে মহিলাদের বালিশ বদল আর পুরুষদের মোরগের লড়াই ছিল উল্লেখযোগ্য। পরে উভয় খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ছিল ভাগ্যবান বিজয়ীদের জন্য র্্যাফেল ড্র। অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন ভাগ্যবান বিজয়ীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এবারের আনন্দ উৎসবে অংশগ্রহণকারী সকল শিশু ও নারীদেরকে সংগঠনের পক্ষ থেকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি - ওবায়দুল ইসলাম রিয়াদ ও সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন খান ওয়াদুদ'র সভাপতিতে ও ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শেখ শামীম'র যৌথ পরিচালনায় বার্ষিক মিলনমেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা - এনামুল হক স্বপন ,উপদেষ্টা - সাইফউদ্দিন খান রিপন, উপদেষ্টা - জাকির খান, উপদেষ্টা - আতাহার আলী খান হানিফ , সহ সভাপতি - ফিরোজ খান, সহ সভাপতি - আবেদীন আব্দুস সালাম, সহ সভাপতি - রফিকুল ইসলাম নবীন, সহ সভাপতি - সফিকুল ইসলাম হিমু , সহ সভাপতি - আরিফুর রহমান আরিফ, সহ সভাপতি - আব্দুস সালাম কররানী, সহ সভাপতি - শহিদুর রহমান খান কবির, যুগ্ম সম্পাদক - হোসাইন মনির, সাংগঠনিক সম্পাদক - মারুফ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক - সফিকুল ইসলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক - মনিরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক - তপু খান, সাংগঠনিক সম্পাদক - মোর্শেদ্দুজামান শিমুল, সাংগঠনিক সম্পাদক - মামুন চৌধুরী, মহিলা সম্পাদিকা - ইসরাত জাহান লুসি, সহ-মহিলা সম্পাদিকা-জয়া জেরিন নুপুর, প্রচার সম্পাদক - সৈকত মৃধা, ক্রীড়া সম্পাদক - আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক - মোঃ ইমরান শিকদার, আতাউর রহমান, আশীষ কুমার বিশ্বাস, জামাল উদ্দিন, লিটন গোমস্তা, মোঃ বেল্লালসহ অন্যান্যরা।
এতে অতিথি নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন - সভাপতি-স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স মো: এমদাদুল হক স্বপন,মোঃরানা রহমান, ভাপতি-ঢাকা ক্লাব ফ্রান্স, মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক-ঢাকা বিভাগ এসোসিয়েশন। জামান সিদ্দিক ,কমিউনিটিসহ আরো অনেকেই।
এক বার্তায় বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল জানান ,"প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতে ও সবার মনে আনন্দ দিতেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয় ,ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে ।এসময় তারা সমুদ্র ভ্রমণে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।"