জার্মানিতে ঈদুল ফিতর উদযাপন ।
সৌদি আরব এবং ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। করোনা মহামারির কারণে সরকারের বেঁধে দেয়া বিধিনিষেধ মেনে দেশটির বড়বড় সকল শহরেই বাংলাদেশিদের পরিচালিত সব মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সাধারণত ঈদের দিনে কোলাকুলি আর করমর্দনের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন মুসলিমরা। কিন্তু মহামারি কারণে এবারও ভিন্ন এক পরিবেশে ঈদ উদযাপন করছে মুসলিম উম্মাহ।
জার্মানিতে বাংলাদেশি অধ্যুষিত ফ্রাঙ্কফুর্ট শহরের বাইতুল হামদ মসজিদ এবং মাবিন মসজিদে একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা। ঈদের নামাজের পর করোনাভাইরাস থেকে রক্ষা এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রাজধানী বার্লিনের বাইতুল মোকাররাম মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এখানে নামাজ আদায় করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
এছাড়াও মিউনিখ, মানহাইম, ডটমুন্ডসহ বিভিন্ন শহরে বাংলাদেশি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।