জার্মানিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ জার্মানি শাখা। এ উপলক্ষে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জার্মানি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্বাস আলী চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি আওয়ামীলীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপদেষ্টা সৈয়দ আহমেদ সেলিম, উপদেষ্টা মহসিন হায়দার মনি, উপদেষ্টা আশুতোষ বনিক, সিনিয়র সহ-সভাপতি (১) ইউনুস আলী খান, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম পুলক, সিনিয়র সহ-সভাপতি নুরে হাসনাত শিপন, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ এফ এইচ এম আলী, যুগ্ন সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আসিফ হোসেন, জার্মান যুবলীগ সভাপতি আমানুল্লাহ ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এই ভাষণ মুক্তিযোদ্ধাদের শক্তি ও সাহস যুগিয়েছিল যার ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। তাঁরা বলেন, ইউনেস্কো ৭ মার্চের এই ভাষণকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, যা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে। এছাড়াও জার্মানি আওয়ামীলীগের নেতারা প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।