জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা।
জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি কে সংবর্ধনা প্রদান করেছেন প্রবাসি বাংলাদেশীরা। ৩ জুলাই (শনিবার) জার্মানির মাইঞ্জ শহরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি এই সংবর্ধনার আয়োজন করে। গত বছরের শেষ দিকে বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। করোনা মহামারীর কারনে জার্মানিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপিত ছিল এবং বর্তমানে বিধিনিষেধ শিথিল করায় এই সংবর্ধনার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, জার্মান আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইউনুস আলী খান। প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান পার্লামেন্ট (বুন্ডেস্টাগ) এর সদস্য উরসুলা গ্রোডেন-ক্রানিচ। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এম্বাসি জার্মানির কমার্শিয়াল কাউন্সেলর সাইফুল ইসলাম, জার্মান আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিন, জার্মান আওয়ামীলীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, জার্মান সিডিইউ দলের নেতা লুকাস আগস্তিন, জার্মান আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, ফ্রাঙ্কফুর্ট মাবিন বাংলা সেন্টারের পরিচালক ডঃ আবুল আমানুল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রধান উপদেষ্টা মাহবুবুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ আবু সেলিম, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ভুঁইয়া, এনআরডাব্লিউ আওয়ামী লীগের সভাপতি ও হাউজ অফ ইন্টেগ্রেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি যুবরাজ তালুকদার সহ আরো অনেকে।
রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি প্রবাসিদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রবাসে বেঁড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জার্মান পার্লামেন্ট (বুন্ডেস্টাগ) এর সদস্য উরসুলা গ্রোডেন-ক্রানিচ বাংলাদেশের ভূয়সী প্রসংশা করেন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করতে সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করার ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ইউনুস আলী খান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশে আজ পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প পরিচালিত হচ্ছে। তিনি পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তৎকালীন সেতু সচিব বর্তমানে জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার অবদানের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও কবি হোসাইন আব্দুল হাই। স্বরচিত কবিতা আবৃতি করেন মীর জাবেদা ইয়াসমিন ইমি এবং কবি হোসাইন আব্দুল হাই। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় বাংলাদেশি-জার্মান সংগীত শিল্পী আবদুল মুনিম।