জার্মান প্রেসিডেন্টকে নতুন রাষ্ট্রদূত এর পরিচয়পত্র পেশ

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার এর কাছে পরিচয় পত্র পেশ করেছেন জার্মানিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া। ১১ নভেম্বর (বুধবার) জার্মান প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাৎ করে নবনিযুক্ত রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূঁইয়ার সাথে তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূঁইয়ার সাথে সাক্ষাৎকালে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বৃদ্ধি, রোহিঙ্গা শরণার্থীদের পরিচালনা এবং করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে সেপ্টেম্বর মাসে জার্মানির নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সাবেক রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। মোশাররফ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ ইন ম্যাসাচুসেটস থেকে উন্নয়ন অর্থনীতির ওপর মাস্টার্স অব আর্টস সম্পন্ন করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।