জার্মানির স্টুটগার্টে বিএনপির কর্মী সভা
জার্মানির স্টুটগার্টে বাডেন ভূর্টেমর্বাগ শাখা বিএনপির উদ্যোগে বিশেষ কর্মী সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানানো হয়।
কর্মী সভায় দলের কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এবং দলকে গতিশীল করার লক্ষ্যে বাডেন ভূর্টেমর্বাগ শাখা কমিটিকে বিলুপ্ত করে আকতারুল আলম বাবুল কে আহ্বায়ক এবং সৈয়দ নীরক হোসেন দূলাল, সরোয়ার হোসেন শহীদ, মাহমুদুল হক রিপন এবং খোরশেদ আলম কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জার্মানি বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন কবির আহম্মেদ। দলীয় নেত্রীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জার্মানি বিএনপির সহসভাপতি আমিনুল হক রতন, সদ্য বিলুপ্ত বাডেন ভূর্টেমবার্গ কমিটির প্রধান উপদেষ্টা আকতারুল আলম বাবুল, উপদেষ্টা সরোয়ার হোসেন সহিদ, সাধারন সম্পাদক মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম মুক্তি, রতন আবুল কাসেম, কোষাধক্ষ গাজী হিরা মিয়া, সদস্য সৈয়দ নীরক হোসেন দুলাল, প্রচার সম্পাদক হোসেন পাটোয়ারি সহ অনেকে।
কমি সভায় বিএনপির নেতারা বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতির জন্য সরকারের কাছে জোর দাবি জানান।