ফ্রাঙ্কফুর্টে আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালন
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেসেন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ১৫ আগস্ট শহীদ হওয়া সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা কর্মীরা।
হেসেন শাখা আওয়ামী লীগের সভাপতি নুরে হাসনাত শিপনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ মোতালেব এর পরিচালনায় আলোচনা সভায় টেলি কনফারেন্সে বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জার্মানি আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খান, এস এম জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম পুলক, ইমরান ভুঁইয়া, আব্দুল মান্নান, দেলোয়ার জাহিদ, টিপু আহমেদ, নেছার আহমেদ, জার্মান যুবলীগের সাধারন সম্পাদক কায়সার আলম সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আলোচনা সভায় জার্মান আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে দ্রুত রায় কার্যকরের জোর দাবি জানান। এছাড়াও যারা এই হত্যাকাণ্ডের পেছন থেকে ইন্ধন দিয়েছে তদন্তের মাধ্যমে তাদেরকেও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।