জার্মানিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জার্মানি শাখার উদ্যোগে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী বার্লিনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক আব্দুল গনি সরকারের পরিচালনায় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মানি বিএনপির সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন নানা, আপু চৌধুরি, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, বার্লিন মহানগর বিএনপির সভাপতি জসিম সিকদার, জার্মানি যুবদল সভাপতি আনহার মিয়া, জার্মান স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর খাদেম এবং সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সহ অনেকে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জার্মান বিএনপির স্ব সভাপতি নজরুল ইসলাম সেন্টু, আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খান মিঠু, প্রচার সম্পাদক শাহ আলাম সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় ও একদলীয় শাসন থেকে দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পরে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা কর্মীরা।