ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে প্রবাসীদের মিলনমেলা
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/08/img-20240706-wa0005.jpg?itok=cgWSigh6×tamp=1720438118)
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি প্রতিনিধি : ‘নতুন দিগন্তের সন্ধানে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের শেষের দিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গঠিত হয়েছিল প্রবাসী বাংলাদেশীদের সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী। গত শনিবার ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এই সংগঠনটি প্রবাসি বাংলাদেশীদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান কর্ণধার আবু করিম, লিপি আমজাদ, সাফি হোসেইন, সাইফুল ইসলাম লিয়ন, পপি, দেলোয়ার হোসাইন সহ সংগঠনের কর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সারমিন হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেইন, উপদেষ্টা টিটু হাকিম, ফয়সাল আহমেদ, কার্যকরি সদস্য নাহিন সরকার, আমান, রুবেল, ইয়াগহাহারি মোহাম্মদ, আবির, বনি, সামন্তি, ইসমাইলসহ অনেকে।
নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের মাঝে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে কাজ করছে সংগঠনটি। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কর্ণধার আবু করিম।