করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মারা যেতে পারে আড়াই লাখ মানুষ

সারা বিশ্বে মহামারী আকার ধারন করা করোনা ভাইরাস যুক্তরাজ্যেও দিনের পর দিন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এনএইচএস ইংল্যান্ডের দেয়া তথ্য মতে, যুক্তরাজ্যে আজ মঙ্গলবার নতুন করে আরও ৪০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫০ জন এবং মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৫৬ জন।
মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৫০ হাজার ৪৪২ জনকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছিল এবং ৪৮ হাজার ৪৯২ জনের ফলাফল নেতিবাচক পরীক্ষিত হয়েছিল।
সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণের পর সর্বশেষ পরিসংখ্যানগুলো সামনে এল। এছারাও নতুন এক পরিসংখ্যানে অনুমান করে বলা হয়েছে যুক্তরাজ্য করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হতে পারে। শুধু তাই নয়, সরকারের চিফ সাইনটিফিক এডভাইসার স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেছেন, যুক্তরাজ্যে 'ইতিমধ্যে ৫৫ হাজারেরও বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতে পারে ।