ইতালির ভেনিসে পর্যটকদের প্রবেশ ফি ১০ ইউরো
ইতালি প্রতিনিধি : পৃথিবির মধ্য সপ্তম আশ্বর্য স্থানের মধ্য ইতালির ভেনিস একটি। এই ভেনিস পর্যটকদের নিকট ভাসমান শহর ,মুখোশের শহর ,ভালোবাসার শহর ,রোমান্টিক শহর ভিন্ন নামে পরিচিত। বিশ্বের এমন কোনো দেশের পর্যটক নেই যে এই ভেনিসে আসতে আগ্রহ প্রকাশ না করেন। প্রতিবছর এই ভেনিসে কয়েক লক্ষাধিক পর্যটকদের আগমন গঠে।
এই শহরকে রক্ষনাবেক্ষনের জন্য ও সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন ২০২৪ সালে ২৯ দিনের জন্য পর্যটকদের আগমনের উপর কর জারি করেছিল ৫ ইউরো। যা প্রথমে অনেকেই উৎকণ্ঠায় থাকলেও ধারাবাহিকভাবে পর্যটকদের আগমন কমতি ছিল না। ব্যবসায়ীরা ও ভালো ব্যবসা করেছেন এবং সরকার একটি বৃহৎ অংশের শুল্ক যায় করেছে।
২০২৫ সালের জন্য ভেনিস পৌর মেয়র ও স্থানীয় প্রশাসন গত বৃহস্প্রতিবার একটি সভায় আনুষ্ঠানিকভাবে পর্যটকদের আগমনের জন্য কর নির্ধারণ করা হয়েছে। বিগত বছরের ন্যায় ৫ ইউরো বহাল থাকবে তবে যদি পর্যটক প্রবেশের চারদিন পূর্বে কনফার্ম করেন। না হলে ভেনিসে প্রবেশ করতে পর্যটকদের গুনতে হবে ১০ ইউরো করে। এই আগামী ১৮ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত সকাল ৮.৩০ থেকে বিকাল ৪ তা পর্যন্ত ৫৪ দিনের জন্য এই আইন জারি করা হয়েছে। না হলে পর্যটকদের জরিমানা গুনতে হবে।
স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা উৎকণ্ঠায় থাকলেও এই আইনে পর্যটকদের আনাগুনা ছিল ভালো তবে অনেক ব্যবসায়ীরা মনে করেন প্রবেশ মূল্যের কারণে পর্যটকরা পণ্য ক্রয় করতে কিছুটা অনাগ্রহ থাকে।
প্রবাসী বাংলাদেশিরা আশাবাদী ভেনিসের পর্যটক দেরকে ফি দিয়ে আটকানো যাবে না। পর্যটক রা তাদের স্বপ্নের শহর গুরতে আসবেই।