জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে পিসা বিএনপি
ইতালি প্রতিনিধি : ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সুন্দর একটি দেশ গঠনের লক্ষ নিয়ে সাধারণ জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা সহ দরিদ্রতা দূর করে শস্য শ্যমলা বাংলাদেশ এর স্বপ্ন দেখেন। ঐতিহাসিক এই দিনে বিপ্লব ঘটে এবং সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেন।
ইতালির পিসা শহরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে পিসা বিএনপি। শনিবার বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে পিসা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে সিনিয়র সাধারণ সম্পাদক আফসার হোসেন মিশু এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন হাফেজ মো আবুল হাসান। এছাড়া জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবসের উপর বক্তব্য রাখেন পিসা বিএনপির সহ সভাপতি ডিউক হেলাল ,অপু ভূঁইয়া ,মাহবুবুর রহমান ,আবু তোহা নাসির ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুমন ,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ,জহিরুল ইসলাম জুয়েল ,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ,সিনিয়র সদস্য সামসুল আলম ও কোষাধক্ষ আব্দুল হক হৃদয়।
বক্তারা ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এর উপর দিনটির তাৎপর্য এবং বাংলাদেশের বর্তমান পরিস্তিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দীর্ঘ ১৬ বছরের নির্যাতনের চিত্র তুলেদরেন। নেতাকর্মীরা এদের শাস্থি নিশ্চিত এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে বর্তমান সরকারকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে আলোচনা সভা কে সুন্দর ও সফল করতে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
পরিশেষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমান সকল শহীদদের মাগফেরাত কামনা এবং দলীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।