ভিচেন্সায় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন স্বপন : ইতালির ভিচেন্সায় বসবাসরত প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক আনন্দঘন ভ্রমণ।
রোববার (২৫ মে) ভ্রমণের গন্তব্য ছিল উত্তর ইতালির বিখ্যাত পর্যটন শহর মলভেনো যা প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে পরিপূর্ণ।
সকালের প্রথম প্রহরেই আনন্দের সঙ্গেই যাত্রা শুরু হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকলে পৌঁছান মলভেনো হ্রদের পাড়ে, যেখানে সারাদিনজুড়ে ছিল নানা আয়োজন।
দুপুরে আয়োজন করা হয় পিকনিক এবং দেশীয় খাবারের। এতে প্রবাসীরা একসঙ্গে খাওয়া-দাওয়ার পাশাপাশি অংশ নেন নানান বিনোদনমূলক খেলাধুলায়। বিভিন্ন রকমের খেলাধুলা, গান, কবিতা ও নাচের মধ্য দিয়ে সকলে দিনটিকে স্মরণীয় করে তোলেন।
ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল মলভেনো হ্রদের চারপাশে হাঁটা ও সাইক্লিং এবং কেবল কারে চড়ে প্রাডেল প্ল্যাটো পরিদর্শন, যেখান থেকে দেখা যায় অপূর্ব পর্বতমালার দৃশ্য। অনেকে সময় কাটান হ্রদের ধারে ছবি তুলে, কেউ কেউ নৌকাভ্রমণেরও সুযোগ নেন।
ভ্রমণে অংশগ্রহণ করেন কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক । যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহপ্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, কার্যকরী পরিষদ সদস্য রকুন মুহাম্মেদ, মো. মুরাদ, বিজয় বেপারী ।
প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন ,উপদেষ্টা খান মাহমুদ , জামাল উদ্দিন প্রমুখ সহ ভিচেন্সায় বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন পেশার কর্মজীবী, নারী ও শিশু সহ নানা বয়সের মানুষ আনন্দ ভ্রমণে অংশ নেয়।
বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা। একদিনের এই ভ্রমণ ছিল প্রবাসীদের মিলনমেলা।
ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জানান, এই ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত যা প্রবাসজীবনের একঘেয়েমি দূর করে এবং নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখে।
মলভেনোর নৈসর্গিক সৌন্দর্য এবং বাংলাদেশ কমিউনিটির আন্তরিকতায় সাজানো এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল এক স্বপ্নময় দিন।