ইতালি মিলানে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ইতালি প্রতিনিধি : বাংলাদেশ ইসলামিক সেন্টার এর অধীনে প্রবাসে বাংলাদেশী শিশু কিশোরদের ইসলামিক শিক্ষা প্রদানের জন্য রিপা মন্তি জামে মসজিদে মাদ্রাসা পরিচালিত করে আসছে। এই মাদ্রাসায় প্রায় শতাধিকের বেশি শিক্ষার্থী প্রতি সপ্তায়ে দুইদিন আরবি শিক্ষা গ্রহণ করেন। মাদ্রসায় শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করেন কয়েকজন শিক্ষক যারা কোনো পারিশ্রমিক নেন না। শিক্ষকরা মনে করেন এই প্রবাসে আমাদের ছেলে সন্তানদের আরবি শিক্ষা প্রদানের মধ্য দিয়ে ইসলামিক কালচারাল সম্পর্কে তাদেরকে জ্ঞান দান করে একজন মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করা।
রবিবার সকালে রিপা মন্তি জামে মসজিদে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মসজিদ ও মাদ্সা কমিটির সভাপতি মোখলেসুর রহমান এর সভাপতিত্বে সেক্রেটারি খিরাত হোসাইন এর পরিচালনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে মসজিদের ইমাম ও মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ এর উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্য কোর্ আন তেলাওয়াত,গজল ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ত পালন করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হাসান ,মাওলানা হাফেজ সামসুল ইসলাম ,মাওলানা আবু নাজের হাসবি ও মাওলানা হাফেজ শরীফ উদ্দিন।
মাদ্রাসার সফলতা কামনা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সিনিয়র সহ সভাপতি শাহজাহান মোহাম্মদ ,সহ সভাপতি ওহিদ মিয়া দুলাল ,সদস্য আব্দুল গাফ্ফার ,রুহিন আহমেদ ,মীর হোসেন বিপ্লব ,সেলিম আহমেদ,শাহাদাত হোসেন ,রাসেল খান ,সেলিম মোল্লা।
সুন্দর ভাবে পরিচালনার জন্য অবিভাবকদের পক্ষ থেকে মাদ্রাসার সবাইকে ধন্যবাদ জানান মিজানুর রহমান ,শাহীন মুন্সী ,শাহাদৎ হোসেন ,ইমাম হোসাইন,রাশেদ খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিহিসেবে উপস্থিত ছিলেন মিলান পৌরসবার ৫ ন ওয়ার্ড কমিশনার বিভাষ চন্দ্র কর ,সন্দ্রিও জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন ,মাওলানা অজুনাইদ আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার ,মোহাম্মদ আজিজুল ও হাজী আনোয়ার হোসেন।
সার্বিক সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার জুবায়ের হাওলাদার ও আরাফাত জিদান।
পরিশেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা প্রতিযোগিতায় বিজয়ী সকল কে পুরস্কার বিতরণ ও বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থী দেরকে সার্টিফিকেট প্রদান করেন উপস্থিত মসজিদ ও মাদ্রসার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
পরিশেষে দুপুরের নামাজ ও আপ্পায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।