ইতালির মিলানে সেচ্ছাসেবক দল ইতালি উত্তরের কর্মী সভা অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি : ইতালির মিলানে সেচ্ছাসেবকদলকে সুসংগঠিত করে জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করার লক্ষে একত্রিত ভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে সেচ্ছাসেবক দল মহানগরের আয়োজনে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। সোমবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবকদলের ইতালি উত্তরের আহ্বায়ক আজমত উল্যাহ শিকদার রবিন এর সভাপতিত্বে সদস্য সচিব নূর হোসেন জমির এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মম্দ সেলিম হোসেন। তিনি কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদেরকে আগামীতে স্বেচ্ছাসেবকদলের সকল কার্যক্রম এবং জাতীয়তাবাদী দলের কমান্ডের ভিতরে থেকে দলের জন্য কাজ করার অনুরুধ করেন। সরকার পতনের পর অনেকেই চেষ্টা করবে দলে অনুপ্রবেশ করতে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে সেই দিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সভাপতি হোসাইন মোহাম্মদ মনির ,সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন ,সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন ,সাবেক যুগ্ম সম্পাদক মীর হোসেন বিপ্লব ,বিএনপি নেতা এজিএম জয়নাল,মিলান বিএনপির লিয়াকত মৃধা ,সর্দার মামুন ,উজ্জল দেওয়ান,জাকির হোসেন ,মিঠু তালুকদার , ময়েজুর রহমান ,যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সিঙ্গাপুর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রহিম ,তরিনো বিএনপি নেতা শিবলু মোশারফ,সুইজারল্যান্ড সেচ্ছাসেবক দলের সৈকত।
কর্মী সভায় সেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষে কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তরের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা,সেলিম আহমেদ,রাজন তালুকদার,শফিকুল ইসলাম মিলন,সোহেল কবিরাজ,সোহাগ তালুকদার,দস্তগীর আলম,মাহবুব,ইয়াসিন ,মিলান মহানগর স্বেচ্ছাসেকদ দলের সৈয়দ মাহী,সেলিম,সোহেল,শিমূল,সাত্তার প্রমুখ।
পরিশেষে সকল নেতাকর্মী কে আরো দৃঢ়তার সাথে ইতালি উত্তরের সকল শহরে সেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষে কাজ করার অনুরুদ জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।