গ্রীসের সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্যাথেরিন সাকেলারোপুলো
গ্রীসের সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬৪ বছর বয়সী 'ক্যাথেরিন সাকেলারোপুলো'। বর্তমান প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিচোতাকিস ১৫ জানুয়ারী সংসদে তার নামটি প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করেন। ২২ শে জানুয়ারী সংসদে ২৬১ ভোট পেয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট প্রোকোপিস পাবলোপুলোস এর স্থলাভিষিক্ত হন। আসছে ১৩ই মার্চ শুক্রবার এক জমকালো শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করার কথা থাকলেও, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে পড়ায় অনুষ্ঠানসূচী বাতিল করা হয়। ১৩ তারিখের পরিবর্তে ১৪ তাং শনিবার তিনি সাদামাটা ভাবে 'প্রয়েদ্রিকো মেগারো'র দায়িত্ব বুজে নেন।
তিনি জন্মসূত্রে থেসালুনিকির, পেশায় একজন বিচারক ও রাষ্ট্রীয় উপদেষ্টা। তিনি সংবিধান বিশেষজ্ঞ ও পরিবেশ বিষয়ক আইনে ফ্রান্স থেকে ডিগ্রীপ্রাপ্ত।
এদিকে গ্রিসে করোনা ব আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন ২৩০ জন। মৃতের খবর পাওয়া যায় নি। তবে ১৫ দিনের জন্য শিক্ষা প্রতিষ্টান বন্ধ করে দিয়েছে সরকার।
এছারাও ফার্মেসী সুপার মার্কেট ব্যাতীত সব ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে সরকার ।