যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৭১ জনে পৌছালো

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। এনএইচএস ইংল্যান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে যুক্তরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অবস্থা এমন চরমে পৌছেছে যে সাধারন মানুষের মধ্যে করোনা এক আতংক হয়ে নাম দাঁড়িয়েছে। এনএইচএস ইংল্যান্ডের তথ্য মতে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫০ জনে। সংস্থাটি জানিয়েছে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৫০ হাজার ৪৪২ জনকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছিল এবং ৪৮ হাজার ৪৯২ জনের ফলাফল নেতিবাচক পরীক্ষিত হয়েছিল।
করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের হাসপাতালগুলোর ৩০ হাজার শয্যা খালি করার জন্য ইংল্যান্ডের সমস্ত কম জরুরি অপারেশনগুলো ১৫ এপ্রিল থেকে স্থগিত করা হবে বলে জানিয়েছে, এনএইচএস ইংল্যান্ড। সংস্থাটি জানায়,জরুরি এ নীতিটি কমপক্ষে তিন মাসের জন্য কার্যকর থাকবে। এদিকে, সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার পেট্রিক ভ্যালেন্স বলেছেন, যুক্তরাজ্যে করোনা ভাইরাসে ২০ হাজার বা তার চেয়ে কম লোক মারা গেলে সেটি হবে এ মহামারী মোকাবেলায় সবচেয়ে "ভাল ফলাফল"।
যুক্তরাজ্যে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্যর সংস্থাগুলো নানা বাধার সম্মুখীণ হচ্ছে। অপরদিকে আজ মঙ্ঘলবার দেশটির ফরেন ও কমনওয়েলথ অফিস অপ্রয়োজনীয় সকল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এছারাও এ ভাইরাসের কারনে যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্টানগুলোর আর্থিক ক্ষতি গোছাতে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিষি সুনাক পরে আর্থিক ব্যবস্থা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।