লন্ডনকে আবারো ব্যস্ততম নগরীতে পরিনত করতে ট্রেন, বাস ও টিউব যাত্রার প্রথম ভ্রমন ফ্রি করার পরিকল্পনা

লন্ডনকে আবারো ব্যস্ততম নগরীতে পরিনত করতে ট্রেন, বাস ও টিউব যাত্রার প্রথম ভ্রমন ফ্রি করার পরিকল্পনা করছে সরকার। এতে করে সেন্ট্রাল লন্ডনের দোকান, অফিসসহ কর্মক্ষেত্রে কর্মীদের ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
করোনা মহামারির করনে সেন্ট্রাল লন্ডনের ব্যবসা বানিজ্যে বিশাল ধ্বংস নেমে এসেছে। প্রতিদিনই বন্ধ হচ্ছে বিভিন্ন কোম্পানীর একাদিক স্টোর। ছাটাই হচ্ছে কর্মী।করোনা বিরোধী লড়াইয়ে জনগনকে সম্পৃক্ত করতে ইট আউট টু হেলপ আউট স্কীমের মত ফ্রিতে ট্রেন, বাস ও টিউব ব্যবহারের সুযোগ দিতে চাচ্ছে সরকার।
এতে করে কর্মজীবিরা আবারো অফিসে যেমন ফিরে যাবেন, তেমনি সাধারণ মানুষ দোকান, রেস্তোঁরা, জাদুঘর এবং গ্যালারীতে ঘুরতে যেতে উৎসাহিত হবেন।
ইভিনিং স্ট্যান্ডার্স এর এক রিপোর্টে বলা হয়েছে লন্ডনের নতুন ট্রান্সপোর্ট কমিশনার অ্যান্ডি বাইফোর্ড এই পরিকল্পনা নিয়ে মিনিস্টার ফর লন্ডন পল স্কলির সাথে আলোচনা করেছেন।সরকার আর্থিক সহযোগিতার আশ্বাস দিলে ট্রান্সপোর্ট ফর লন্ডন এই পরিকল্পনা নিয়ে এগুতে চায়।