ফ্রান্সে এনটিভির ২২ বছরপূর্তি পালন

ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন : দেশের ও প্রবাসিদের প্রিয় সংবাদ মাধ্যম এনটিভি, ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ উপলক্ষে ফ্রান্সে এক অনাড়ম্ভর পরিবেশে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের , স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে ৷
এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা , কেক কাটা ,এবং নৈশভোজের ৷
এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে এবং সাংবাদিক লুৎফর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন এন টিভি ইউরোপের সিইও ও পরিচালক সাবরিনা হোসাইন, এন টিভির পরিচালক মোস্তোফা.সারওয়ার বাবু ,
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।
বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, শহীদ ভার তাহের, উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ, শাহ . ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান সারু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুভ্রত ভট্টাচার্য, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ফয়সাল উদ্দিন, আপু আলম, আইসার পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, লিগেল এইড এর পরিচালক আজাদুর রহমান, বি ব্লক এর পরিচালক হোসেন সরওয়ার, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আলতাফুর রহমান, বরিশাল কমিউনিটি ইন ফ্রান্সের সাবেক আহ্বায়ক সদস্য কামাল সিকদার, ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও মিনাহ গ্রুপের পরিচালক হাসান শাহ, জকিগনঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,,ফ্রান্স বাংলা ফুটবল এসোসিয়েশন এর উপদেষ্টা আব্দুল কাদির, প্যারিস মহানগর আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি আকিল ইব্রাহিম,
বি,সি ,এফ এর সভাপতি মোহাম্মদ নুরু ,
কুলাউড়া সমিতি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক সাহান সহিক, দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন ফ্রান্সের সভাপতি সাঈদ খান , উপদেষ্টা আসাদুজ্জামান সুমন,