বৃটেনে সদ্য প্রয়াত ফ্রান্স'র সাবেক রাষ্ট্রদূত তোজাম্মেল হক টনির স্বরনে এক শোক সভায় মাগফেরাত কামনা করা হয়
আবুল কালাম মামুন, ফ্রান্স প্রতিনিধি : গতকাল ১৩ জুলাই রবিবার আয়েবার সদরদপ্তরে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম.।
দেশের জন্য জীবন উৎসর্গ দান কারী সহ শহীদদের স্মৃতির স্বরনে এক.মিনিট নিরবতা পালন করা ৷
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন
এবং পোল্যান্ড থেকে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ সহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া.পরিচালনা করেন সালেহ আহমেদ চৌধুরী ৷
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ড. তোজাম্মেল টনি হক, যিনি একসময় ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর উর্ধতন কর্মকর্তা ছিলেন, সম্প্রতি ব্রিটেনে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। কিংবদন্তি টনি হকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় ৷