প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত
আবুল কালাম মামুন : 'আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার' স্লোগান নিয়ে বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্সের উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে প্যারিসের মেরি দি ক্লিসির একটি হলে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের আহবায়ক, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিজয় উদযাপন পরিষদের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আবুল কাশেম,বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাজাহান শারু, পরিষদের চেয়ারম্যান জনাব শাজাহান রহমান,
ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব আলী আজম খান ,বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান , এস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী জনাব মাসুদ হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব লুলু আহমেদ ,সররলিপি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ,
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল তায়েফ ,হাসান আহমেদ, কাইয়ুম রহমান , বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি ওয়াদুদ খান ,বিশিষ্ট
সাংবাদিক বৃন্দ বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
সংগীত পরিবেশন করেন শিল্পী সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিত বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার।
নৃত্য পরিবেশনা করেন দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ, উল্লাহ চিং।
দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা এছাড়া বড়দের পাশাপাশি শিশুদের চমৎকার আবৃত্তিতে মুগ্ধতা ছড়িয়ে যায়। আবৃত্তিতে অংশ নেয় নতুন প্রজন্মের শিশুরা ৷ অনুষ্ঠানের শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য : আঁধারের