রাজনগর থানা পুলিশের অভিযানে খুন ও দস্যুতা মামলার পলাতক আসামী গ্রেফতার
আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে খুন ও দস্যুতা মামলার পলাতক আসামী জাহান উদ্দিন লিটন (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ জুলাই) রাত আনুমানিক ২ ঘটিকায় রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াছ উদ্দিন সোহেল, কনস্টেবল মোশাররফ হোসেন ও কাওছার মিয়া অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার গাজীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহান উদ্দিন লিটন রাজনগর থানার মহলাল গ্রামের মৃত ইন্তাজ মিয়ার ছেলে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর থানার জিআর মামলা ২৬২/১৯ এর খুন ও দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামী জাহান উদ্দিন লিটনের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলা রয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে বিচারের জন্য যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।