ছাত্র হত্যার প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশাল সমাবেশ
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি প্রতিনিধি: বাংলাদেশে চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়ে শতাধিক মানুষ হত্যার প্রতিবাদে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশাল মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। শনিবার (২০ জুলাই) ফ্রাঙ্কফুর্টের হাউপটবাখেতে বিকেল চারটায় পূর্বঘোষিত কর্মসূচী শুরু হওয়ার আগেই কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। পরে সমাবেশস্থটি কানায় কানায় পূর্ণ হয়ে একটি গন সমাবেশে রুপ নেয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। চলমান আন্দোলনে নিহতদের ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে এবং জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের উপর হামলা এবং হত্যাকাণ্ড বন্ধ করার জোর দাবী জানান জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিরা।
সমাবেশে সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও সমাবেশে জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের চলমান হত্যাকাণ্ড বন্ধ করে মানবাধিকার প্রতিষ্ঠার তাগিদ দেন। স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়েছে বলে তাঁরা শ্লোগান দেন এবং অবিলম্বে হামলাকারী এবং হামলার হুকুমদাতাদের আন্তর্জাতিক আদালনে বিচারের দাবী জানান। বাংলাদেশে ইন্টারনেট এবং সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান তাঁরা। এছাড়াও আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানান।
--